মেহেরপুর জেলা প্রশাসকের ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন

মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রম এবং সবজি বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন করেন মেহেরপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, এনডিসি দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, ব্র্যাক কর্মসূচির ব্যবস্থাপক (প্রগতি) মো. সাজ্জাদুজ্জামান, টিম লিডার (লোন রিভিউ ইউনিট) সৈয়দ হুমায়ুন কবীর, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আবুল কালাম, (প্রগতি) অরুপ সাহা, (দ্বিতীয় শস্য বহুমুখিকরণ প্রকল্প) মো. শাহীন আহম্মেদ ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন।

আর্থ সামাজিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি না পেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। ঋণ গ্রহণ করে নিজেদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিয়ে বন্ধ, সমাজ থেকে যৌতুক প্রথা দূরকরাসহ স্বাস্থ্য খাতে ব্র্যাকের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।