মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং শিল্পকলা একাডেমির বাস্তবায়নে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সঙ্গীত, নৃত্য, নাটক ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন (সঙ্গীতে) বিটিভির সঙ্গীত পরিচালক শিল্পী আশরাফ মাহমুদ ও ফৌজিয়া আফরোজ তুলি, (আবৃতিতে) প্রভাষক নুরুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবারক হোসেন ও শ্বাশত নিপ্পন, (নাটকে) সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বিআরডিবি কর্মকতা আনিছুল হক ও নিশান সাবের (নৃত্যে) শওকত আরা মিমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাদিহা ইসলাম ও সাইয়েদাতুল নেছা নয়ন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।