দামুড়হুদায় এমপি আলী আজগার টগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় এমপি আলী আজগার টগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, জেলা আ.লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, হযরত আলী, মহাসিন আলীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানকে সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবীকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয় এবং জেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় ১২ থেকে ১৬টি দল বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী।

Leave a comment