দর্শনা মেমনগরে কাউন্সিলর ডাবি ও বেলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দর্শনা অফিস: দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত আব্দুর রহমান ডাবি ও পৌরসভার সাবেক হিসাবরক্ষক আব্দুর রহিম বেলার স্মৃতিতে দর্শনা মেমনগর ফুটবলমাঠে বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্ট উদ্বোধনের আগে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়েছে। খেলোয়াড়দের সাথে অতিথিদের কুশল বিনিময়ের পরপরই টুনামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শুরু করা হয়। এ ম্যাচে অংশ নেয় জীবননগরের সীমান্ত ইউনিয়ন একাদশ ও মেহেরপুর আশরাফপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম ক্লাব একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৪-০ গোলে মুক্তিযোদ্ধা প্রজন্ম ক্লাব জয়লাভ করে। খেলা পরিচালনা করেন, নিপুন, আলো ও অন্তর। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, আ. রহমান ডাবি ও আ. রহিম বেলা ছিলেন সহোদর। হাস্যোজ্জ্বল সদালাপী এ দুভাইকে রামনগরবাসী ভালোবাসতো তার জলন্ত প্রমাণ আজকের টুর্নামেন্ট। আমার বিশ্বাস ডাবি ও বেলাকে অনন্তকাল স্মরণ রাখবে রামনগরবাসী। ক্লাবের সভাপতি এমএ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধি ডিস্টিলারি সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু। সাংবাদিক হানিফ মন্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, সাবেক জাতীয় ফুটবলার গিয়াস উদ্দিন পিনা, দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম। খেলার ধারাভাষ্য দেন, শামীম খান ও হাসান মাস্টার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আমির হোসেন প্রমুখ।

Leave a comment