জেলা প্রশাসক বরাবর মেহেরপুর ছাত্রলীগের স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জন সহকারী শিক্ষক ও সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে মানববন্ধন করার ২ দিন পর গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগ ওই স্মারকলিপি পেশ করে। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় আশ্বাস দেন।

উল্লেখ্য, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা প্রতিষ্ঠানে যোগ দেয়ার পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরবর্তীতে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হন। এ ব্যাপারে স্কুলের কয়েকজন শিক্ষক তাকে সহযোগিতা করে আসছেন। এছাড়া একই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান শিক্ষক সোহরাব হোসেন, সহকারী শিক্ষক মিন্টু মিয়া ও রাশেদুল ইসলাম এবং সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আহমেদ জাফর সাদিক প্রাইভেট কোচিঙের নামে শিক্ষার্থীদের যৌন নির্যাতন ও ছাত্রী হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের এ জঘন্য আচরণে মেহেরপুরের ছাত্র, অভিভাবক, সচেতন নাগরিক সমাজ ক্ষুদ্ধ, হতাশ ও বিস্মিত। বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

জেলা প্রশাসক বরবার স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপিত তৌহিদুল ইসলাম তৌহিদ, সহসভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেল, প্রচার সম্পাদক ডিউকউজ্জামান তুহিন প্রমুখ। ছাত্রীদের যৌন হয়রানি ও যৌন নিপীড়ন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ মেহেরপুরের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসককে অনুরোধ করেন তারা। দাবি আদায়ের প্রশ্নে মেহেরপুর জেলা ছাত্রলীগ, শিক্ষানুরাগী, শিক্ষিত নাগরিক সমাজ দৃঢ় প্রতিজ্ঞ। দাবি পূরণ না হলে মেহেরপুর জেলা ছাত্রলীগ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।