জীবননগর ব্যুরো: ঘাড়ে করে সাপ নিয়ে দোকানে ঢুকে রীতিমত ভয় দেখিয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন এক ভিক্ষুক। গতকাল বৃহস্পতিবার জীবননগর শহরের দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সকলকে ভয় দেখিয়ে ভিক্ষাবৃত্তি করে চলেছেন ভিক্ষুক কাদের পাগলা (৪০)। দোকানিরা টাকা দিতে না চাইলেও সাপের ভয় দেখিয়ে টাকা আদায় করছেন।
নাটোর জেলার সিংড়া উপজেলার কায়েম উদ্দিনের ছেলে কাদের পাগলা (৪০) সকাল থেকে ঘাড়ে পেচিয়ে একটি বৃহৎ আকারের অজগর সাপ নিয়ে জীবননগর শহরে হাজির হন। প্রতিটি দোকানের সামনে দাড়িয়ে টাকা দাবি করেন। কোনো দোকানি টাকা দিতে না চাইলে সাপ নিয়ে দোকানে ঢুকে ভয় দেখান। সাপের ভয়ে অনেকেই টাকা দিতে বাধ্য হয়। আর এভাবেই শহরের প্রতিটি দোকানে কাদের পাগলার অভূতপূর্ব ভিক্ষাবৃত্তি দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন।