মাথাভাঙ্গা ডেস্ক: বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছেন ক্যাডার-নন ক্যাডার সমন্বয় পরিষদ। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গায় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবি আদায়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক (প্রকৃচি)-বিবিএস সমন্বয় কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে দেড় ঘন্টাব্যাপি প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. মার্টিন হিরক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ নির্মল কুমার দে।
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের খবরদারি বন্ধসহ ৬ দফা দাবি আদায়ে আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার পালসহ অন্যরা। আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা অডিটিরিয়ামে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, ক্যাডার নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উপজেলা আহ্বায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নুরুন নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উপজেলা সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আ হ ম ডা. শামীমুজ্জামান, প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সাত্তার, ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, পরিসংখ্যক রাশিদুজ্জামান। উপসহকারী কৃষি অফিসার আহসানউল হক শাহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আশরাফুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তার, সহকারী বিআরডিবি অফিসার রকিবুল ইসলামসহ উপজেলার ১৬টি দফতরের সকল কর্মকর্তা-কর্মচারী সমাবেশে অংশগ্রহণ করেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে প্রকৃচি বিসিএস ২৬ নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক বিদ্যমান আন্তঃ ক্যাডার বৈষম্য, ঘোষিত ৮ম পে স্কেল ২০১৫ অনুসারে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাবেশ হতে অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকৃচি বিসিএস ২৬ নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির জীবননগর উপজেলা সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা বেগম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, ডা. রফিকুল ইসলাম মিল্টন, আরএমও ডা. আবু হেনা মো. জামাল শুভ, ডা. আবু ইউছুফ, এমওএমসিএইচ ডা. মাহমুদা খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সহসভাপতি নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছে, বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রকৃচি, ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ড. আসাদুজ্জামান মানিক, যুগ্মআহ্বায়ক উপজেলা প্রকৌশলী বাছেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাসার, পল্লি উন্নয়ন অফিসার জামিল আখতার ও ডা. আলাউদ্দীন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সালেহ মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ, উপ সহকারী কৃষি অফিসার আমজাদ হোসেন ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ পারভেজ রাজা।
হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডুতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে প্রকৃচি ও ২৬ বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন কর্তৃক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৭টি সরকারি দফতরে কর্মরত ব্যক্তিবর্গ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা চত্বরে গতকাল বৃহস্পতিবার প্রকৃচি-বিসিএস সমন্বয় এবং নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটির উদ্যোগে সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. প্রভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রহ্লাদ কুমার মণ্ডল, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ। আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কর্তৃত্ব বাতিল, অষ্টম জাতীয় বেতন স্কেলের বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটচাঁদপুরে এ প্রতিবাদ সমাবেশ করে। উপজেলার ১৬টি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।