চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান : হেরোইনসহ রাঙ্গিয়ারপোতার মাদকসম্রাট রুস্তম গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ বেগমপুর আকন্দবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে হেরোইনসহ রাঙ্গিয়ারপোতা গ্রামের মাদকসম্রাট রুস্তম আলীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমীর আব্বাস, এসআই ইব্রাহীম গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা নামক স্থানে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার রহম আলীর ছেলে চিহ্নিত মাদকসম্রাট রুস্তম আলীকে (৩০)। রুস্তমের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১শ গ্রাম হেরোইন। এদিকে ডিবি পুলিশ রুস্তম আলীকে গ্রেফতার করেছে শুনে এলাকাবাসী বলেছে, সে একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। পুলিশ তাকে গ্রেফতার করায় কিছুটা হলেও এলাকার মাদকব্যবসা নিয়ন্ত্রণে আসতে পারে। অপরদিকে রুস্তম আলীর লোকেরা বলেছে, এটা ওয়ান টুর ব্যাপার। উচ্চ আদালতে যাবো আর তাকে জামিন করে আনবো। ডিবি পুলিশের এসআই ইব্রাহীম জানান, রুস্তম আলী একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাও আছে। এ ঘটনায় এসআই ইব্রাহীম বাদি হয়ে মামলা দায়েরপূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় রুস্তমকে সোপর্দ করেছেন।

Leave a comment