বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হচ্ছে ব্যাপক কর্মসূচি। ২০১৬ সালের ২২ জানুয়ারি সুবর্ণ জয়ন্তী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিয়সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। আলোচনা করেন জেলা আ. লীগের সদস্য সাবেক চেয়ারম্যান হাজি মো. শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম, ঝিনাইদহ হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. সাব্দার হোসেন ও অ্যাড. আনোয়ার হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, সাবেক সভাপতি আবু তালেব শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য এসএম আসিফ রহমান, কাজী তারিকুজ্জামান লাল্টু ও রমজান মণ্ডল।