জিম্বাবুয়েতে সিরিজ জয় বাংলাদেশের

মাথাভাঙ্গা মনিটর: এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়েতে এক দিনের ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’। গতকাল বুধবার দ্বিতীয় ম্যাচে শুভাগতরা স্বাগতিকদের ‘এ’ দলকে ৩৬ রানে হারিয়েছে। বাংলাদেশের জয়ে টানা দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন। অর্ধশত করেছেন মোসাদ্দেক হোসেনও। আর অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন মুক্তার আলি। আটে নেমে ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে নিয়েছেন ২ উইকেট।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইনিংসের শুরুর দিকেই ওপেনার রনি তালুকদারকে হারায় বাংলাদেশ। ডোনাল্ড টিরিপানোকে টানা তিনটি চার মেরে রনি শেষ পর্যন্ত এই পেসারকেই ফ্লিক খেলে ক্যাচ দিয়েছেন স্কয়ার লেগে (১২ বলে ১৬)। আগের ম্যাচে দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়া সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন এবার ছাড়িয়ে যান নিজেদের। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১১২ রানের জুটি। তবে রানের গতি একটু মন্থর হয়ে যায় ১৪৭ বলের এ জুটিতে। আগের ম্যাচে ৫৮ রান করা বাঁহাতি ওপেনার সাদমান এদিন করেছেন ৮৮ বলে ৪৭। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, মিঠুন যেন শুরু করেছিলেন সেখান থেকেই। টানা দ্বিতীয় শতক অবশ্য করতে পারেননি। ব্রায়ান ভিটরির বলে আউট হয়েছেন ৬৬ করে। ৯১ বলের ইনিংসে ৫টি চারের পাশাপাশি ছিলো লং অন ও মিড উইকেট দিয়ে মারা দুটি ছক্কা।

চারে নেমে ২১ বলে ৩০ করে রানের গতি একটু বাড়ান অধিনায়ক শুভাগত হোম। মাহমুদুল হাসান অবশ্য ২১ রান করতে খেলে ফেলেন ৩৮ বল। একটা সময় মনে হচ্ছিলো বাংলাদেশ দলের রান থাকবে হয়ত আড়াইশর আশেপাশে। কিন্তু মোসাদ্দেক ও মুক্তারের ঝড়ে পাল্টে যায় চিত্র। ৩৯ বলে ৬ চারে অপরাজিত ৫০ করেছেন মোসাদ্দেক; চারটি চার ও এক ছক্কায় ১১ বলে অপরাজিত ২৯ মুক্তার। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দুজন তুলেছেন ২৩ বলে ৫৯ রান! ইনিংসের শেষ দুই বলে চার ও ছক্কা মেরেছেন মুক্তার। ৫০ ওভারে ৬ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ ‘এ’।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫০ তোলেন কেভিন কাসুজা ও ব্রায়ান চারি। কাসুজাকে (১৮) ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার পরে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের সর্বোচ্চ রান করা চারিকেও (৬৯)। তিন ছক্কায় ২৯ রান করে আউট হন পিটার মুর। মিডল অর্ডারে হুমকি হয়ে উঠছিলেন টিনোটেন্ডা মাতমবডজি; ৫৭ রানে তাকে থামান মুক্তার। পরে চেষ্টা করেছিলেন গডউইল মামহিয়ো (৪৬), কিন্তু রান-বলের হিসেবের সাথে পেরে ওঠেননি। ৯ উইকেটে ২৪৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ১০ ওভারে ৪ মেডেন নিয়ে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের তাইজুল, ৫৫ রানে দুটি নিয়েছেন মুক্তার। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ, মাহমুদুল হাসান, আবু জায়েদ চৌধুরি ও অধিনায়ক শুভাগত। প্রথম একদিনের ম্যাচে ১৩৮ রানে জিতেছিল বাংলাদেশ ‘এ’। তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার হারারেতেই।