স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও জীবননগরে মা ও শিশু, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসিসভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয় আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যসেবা ও প্রচার কার্যক্রম চলবে।
জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোস্তাক আহমেদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক শফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মা ও শিশু, কৈশোরকালীন সময়ে স্বাস্থ্যসেবার বাধাগুলো অতিক্রম করে সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেদিকে সকলকে সচেতন ও আন্তরিক হতে হবে। এর ফলে সুস্থ ও সুন্দর শিশু গড়ে তুলতে পারলে তারা দেশকে নেতৃত্ব দেবে। আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত যে সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এজন্য সকলের সহযোগিতার প্রত্যাশা করছি। অ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক, পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, উপসহকারী কমিউনিটি কর্মকর্তা, সূর্যের হাসি ক্লিনিক, মেরিস্টেপস, ব্র্যাক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক বেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কামরুল হাসান ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগমসহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় উপজেলা সদরসহ ৬টি ইউনিয়নে এ সেবা সপ্তাহ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, সমবায় অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, একটি খামার ও একটি বাড়ি প্রকল্পের প্রকল্প ম্যানেজার আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।