ঝিনাইদহ প্রতিনিধি: জেএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্র সচিবসহ দু শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন- সলিমুন্নেছা কেন্দ্র সহকারী সচিব মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও পরীক্ষা কক্ষে দায়িত্বরত রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ মুখার্জী।
জানা গেছে, পরীক্ষা শুরুর দিন থেকে ওই কেন্দ্রে সহকারী সচিব ও ডিউটিতে থাকা শিক্ষকরা বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। বুধবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র কেন্দ্র পরিদর্শনে এসে ডিউটিতে থাকা শিক্ষক মিজানুর রহমান ও পলাশ মুখার্জীর দায়িত্ব পালনে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় তাদের বহিষ্কার করা হয়। সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব নাসিম উদ্দীন বিশ্বাস জানান, শিক্ষক পলাশ মুখার্জীর ডিউটি ছিলো ৮নং কক্ষে। তিনি ওই কক্ষ ত্যাগ করে পার্শ্ববর্তী ৯নং কক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। এ ঘটনায় শিক্ষক পলাশ মুখার্জী ও কেন্দ্র সহকারী সচিব মিজানুর রহমানকে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।