আলমডাঙ্গায় যুবলীগ নেতা স্বপনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের বাড়িতে সন্ত্রাসী কর্তৃক হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড় সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, সাবেক জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল ও সবুজ। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি পৌর যুবলীগ নেতা আলম হোসেন, পৌর যুবলীগ নেতা মাসুদ সালেহীন উৎপল, সিরাজুল ইসলাম, লক্ষণ, সুমন আলী, টিটু, আরমান, রুবেল, মিঠু, বকুল, আবু, আলো, শহিদ, সাইদুর, ইউনিয়ন যুবলীগ নেতা রুহুল আমীন (অব সার্জেন্ট), তপু মেম্বার, হীরালাল, রইদুল, নয়ন, হিরো, সাবান, শরিফুল, স্বপন, ওল্টু, মাহিন, মিলন, ছমির, খাইরুল, আনিস, টিটন, লিটন, খোকন, ইকরামুল, ফেলু, আনোয়ার, টাইগার জাকির, আরিফুল, জিনারুল, রহমত, বিল্লাল মাস্টার, আ. কাদের রানা, তৌহিদ, রশিদ, রাজু, সম্রাট, আনিচ, নুর হোসেন, মাহবুব বিডিআর, বাপ্পি, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রনি, সুমন, সাহাবদ্দিন, সজীব, মেহেদী, আরাফাত, মারুফ, শাহাবদ্দিন, রিপন, পৌর ছাত্রলীগ নেতা রোমিও প্রমুখ।

প্রধান অতিথি চুয়াডাঙ্গার বড় বড় নেতাদের উদ্দেশ্য বলেন, আপনি পুরোনো জামা কাপড়ের মতো আওয়ামী লীগের ত্যাগী নেতাদের পাল্টিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এটা করবেন না। আপনি কোথায় যাচ্ছেন তা নিজেও জানেন না। আলমডাঙ্গার কথায় বলা যাক। আজকে গনু মিয়া ভালো না, হেলাল মিয়া ভালো। কালকে শহীদ কাশারু ভালো না, সবেদ আলী ভালো। পরশু মুসা ভালো না কলিম উদ্দিন ভালো। এমন করে করে একের পর এক নেতাকর্মী পাল্টিয়েছেন। যারা আপনার জন্য রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে তারা আপনার ত্যাগী কর্মী। তাদের আপনার বাসায় দেখা করার সুযোগ নেই। তিনি নঈম জোয়ার্দ্দারকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোন দায়িত্বের বিনিময়ে, কোন পদের বিনিময়ে বিভিন্ন সমাবেশ করে, সভা করে প্রধান অতিথি সাজছেন? এখনও আপনার শরীর থেকে ছাত্রমৈত্রির গন্ধ দূর হয়নি। বলে মন্তব্য করেন তিনি।