আলমডাঙ্গা ব্যুরো: জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কতিপয় যুবক জিপু গ্রুপের প্রভাবশালী এই নেতার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ তুলে জিডি করা হয়েছে।
জানা গেছে, সাজ্জাদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সাম্প্রতিককালে দ্বিধা-বিভক্ত যুবলীগের জিপু গ্রুপের প্রভাবশালী নেতা। তিনি আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় পরিবারসহ বসবাস করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫/৭ জন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে তার বাসার গেটে গিয়ে খোঁজ করতে থাকে। সে সময় তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন। তাকে না পেয়ে তার স্ত্রীকে হুমকি দিয়ে বলে যায় যে, ‘তোর স্বামী রাজনীতি বন্ধ না করলে তাকে মেরে ফেলা হবে এবং শহরের সব জায়গায় খুঁজে না পেয়ে তোর বাড়িতে এলাম, তোর স্বামীকে বের করে দে।’ এখনও বাড়ি ফেরেনি বলে জানালে অজ্ঞাত যুবকেরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পুনরায় জীবননাশের হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে চলে যায় বলে দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়েছে।