মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজের কতিপয় শিক্ষক দ্বারা ছাত্রী নিপীড়ন ও যৌন হয়রানির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। বক্তরা বলেন, মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রতিনিয়তই ছাত্রীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু ছাত্রীরা লজ্জায় মুখ খুলতে পারে না। বিশেষ করে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, সহকারী শিক্ষক সৌরভ ও মিন্টু এবং সরকারি মহিলা কলেজের প্রভাষক সাদিকসহ কয়েকজন শিক্ষক দ্বারা ছাত্রীরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছে। অনতিবিলম্বে এসব অপকর্ম বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, সহ-সভাপতি রিঙ্কু মাহমুদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেল প্রমুখ। এ সময় শিক্ষার্থীসহ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভণ্ড ওঝার অপসারণ চাই, যৌন নিপীড়ন বন্ধ কর, শিক্ষা চাই নিপীড়ন নয়সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড ও পোস্টার বহন করে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করবেন বলে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন জানান।