স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-মালিক গ্রুপের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাস-মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। তিনিই নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন সভাপতি সালাউদ্দীন, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাজি এ নাসির জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক বদর উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক আমির খসরু ও কোষাধ্যক্ষ হাজি মো. নাজমুল হক। কার্যকরি সদস্যরা হলেন যথাক্রমে আব্দুল মতিন, আরিফুল ইসলাম, হাজি রমজান আলী ও ওয়ালিউল ইসলাম পাভেল। নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন অ্যাড. আব্দুল ওহাব, অ্যাড. মনোয়ার হোসেন সুরুজ, অ্যাড. জাহাঙ্গীর আলম মালিক লিটন, অ্যাড. হাজি আকসিজুল ইসলাম রাতন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস।
শপথ বাক্য পাঠের পর নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাজি নাসির জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বড় বড় সড়কেই শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান চলাচল করছে। অবাধে এ অবৈধ যানের কারণে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনই লাখ লাখ টাকা দিয়ে বাস কিনে মালিকদের প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। এ বিষয়ে বর্তমান কমিটি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। প্রশাসনের সহযোগিতা চাওয়া হচ্ছে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে আমরাই করণীয় নির্ধারণ করবো।