আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজ প্রশাসনের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বহিরাগত সন্ত্রাসী দ্বারা সাধারণ ছাত্র নির্যাতিত হওয়ায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ র্যা লি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে এইচএসসি পড়ুয়া ছাত্র চঞ্চল ও আসিফ ইকবাল অটলকে মারপিট করে। সেই হামলার প্রতিবাদে গতকাল সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ র্যা লি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান বাচ্চু, আব্দুল মোনায়েম, আলম হোসেন, প্রভাষক সাইদুর রহমান, মঞ্জুরুল ইসলাম, শফিউজ্জামান, লুৎফুর নাহার, মাখছুদুর রহমান, মাফুজুর রহমান, প্রভা খাতুন, গোলাম সরোয়ার মিঠু, মহাসিন আলী, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সম্পাদক আল কাফি, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাইদুল ইসলাম, ছাত্রছাত্রীদের মধ্যে অপু, রকি, সজিব, অভি, সৈকত, টিটন, সজিব, জিবন, অটল, চঞ্চল, লিখন, ইছরাফিল, সেলিম, কাজল প্রমুখ। মানববন্ধনে বহিরাগতভাবে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে যারা সাধারণ ছাত্রছাত্রীদের নির্যাতন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।