সরকার বিরোধী পোস্টার-লিফলেট ও জিহাদি বইসহ মহেশপুরে ৪ শিবির কর্মী গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে সরকারবিরোধী পোস্টার, লিফলেট, জিহাদি বই ও টাকা আদায়ের রসিদসহ ৪ শিবির কর্মীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার পলিয়ানপুর গ্রামে সরকারবিরোধী পোস্টার টাঙানো হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্টার ও লিফলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের স্বীকারোক্তি মোতাবেক শহর থেকে জিহাদি বই, টাকা আদায়ের রসিদসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পলিয়ানপুর গ্রামের শুকুর আলীর ছেলে ওমর ফারুক, রায়পুর গ্রামের মিজানুরের ছেলে সামাউল, মহেশপুর ক্যাম্পপাড়ার মকবুল হোসেনের ছেলে মনির হোসেন ও জমিদারপাড়ার নবিছদ্দিনের ছেলে দিনু শেখ। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।