স্টাফ রিপোর্টার: ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮১তম ফলাফল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ফলাফল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান। ফলাফলে দেখা গেছে, ৬ লাখ টাকার প্রথম পুরস্কার প্রাপ্ত প্রাইজবন্ডের নম্বর ০৬৪৭৬০০, ২য় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজবন্ডের নম্বর ০৪৭৩৯৪৫, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকার দুটির নম্বর ০১৯৩২৮২ ও ০৫৫৬৫০৯, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার দুটি নম্বর ০১২৮৮৬৫ ও ০২৪৪১৬১। এ ছাড়াও পঞ্চম পুরস্কার ৪০টি ১০ হাজার টাকার পুরস্কারের নম্বর ফলাফল অনুষ্ঠিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে এ ফলাফল পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কার হিসেবে ঘোষিত হয়। অর্থাৎ ক্রমিক নম্বর ০০০০০০১ থেকে ১০০০০০০ সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডের ১ হাজার ৯৩২টি পুরস্কারের মধ্যে প্রতি সিরিজে ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। নিয়ম অনুযায়ী ৩ মাস পরপর এ ফলাফল অনুষ্ঠিত হয়। ফলাফলে প্রতিটি ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার বিজয়ী নম্বরগুলো হল- ০০০৮১৩৮, ০১৭৭৯২৯, ০৪৮৭৯৬৮, ০৫৯৭৫৩৫, ০৮১৮১৭২, ০০০৮৫৯৩, ০২১৭৪৪৩, ০৫২৯২৫০, ০৬২১৬৮৮, ০৮৪২০৬১, ০০৪০৫৫৯, ০২৫৬৭২৬, ০৫৪০০৪৮, ০৬৯৮২৪২, ০৮৬২৭৪৭, ০০৪১৫৪৩, ০২৯৬৫৩৮, ০৫৫৭৯৫১, ০৭০৮৯৬৩, ০৮৮১৬৭২, ০০৫৬৮০৪, ০৩২২৯৮০, ০৫৬১০২৭, ০৭৩৫০৮০, ০৮৯৩৮৬৩, ০০৬২৫৮৬, ০৩৯৪৫৬৫, ০৫৭৪৪৬৯, ০৭৪০৯১৯, ০৯০৯৭৭৯, ০০৭৮৩৩৯, ০৪১৯৬৫৭, ০৫৮৩৬৯৬, ০৭৫১৮৮২, ০৯৫৭৭০৮, ০০৯২৪৮৭, ০৪৩২৬৬৭, ০৫৯৫৩৪৯, ০৮১০৩৯৩, ০৯৯৬৫৬৮। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই ১৯৯৯ সাল থেকে প্রাইজবন্ড পুরস্কারের টাকা থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।