আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুরের সাকের আলীকে ছুরিকাঘাত করা মামলায় একই গ্রামের মুদিদোকানি নুর মোহাম্মদের মা নূরজাহানকে গ্রেফতার করা হয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ঈদের রাতে নূর মোহাম্মদ এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সাকের আলী মামলা দায়ের করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের গোবিন্দপুরের মৃত হারান মণ্ডলের ছেলে সাকের আলী। তিনি একই গ্রামের মুদিদোকানি নূর মোহাম্মদের নিকট বাকিতে কিছু জিনিস বিক্রি করেন। ঈদ রাতে তিনি পাওনা টাকা চাইতে যান দোকানি নূর মোহাম্মদের নিকট। সে সময় তর্কাতর্কির এক পর্যায়ে দোকানি নূর মোহাম্মদ তার দোকানে রাখা ছুরি দিয়ে সাকের আলীকে আঘাত করলে সে আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সাকের আলী থানায় মামলা দায়ের করলে ২নং আসামি মুদিদোকানি নূর মোহাম্মদের মা নুরজাহানকে এসআই মোস্তাফিজুর রহমান গ্রেফতার করে নিয়ে আসেন। গতকালই তাকে আদালকে সোপর্দ করা হয়।