দর্শনা অফিস: চাঁদাবাজচক্রের সদস্যরা দিনদিন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। চাঁদার টাকা না দেয়ায় দর্শনা হল্টস্টেশন এলাকার তেঁতুলতলায় ওয়েল্ডিং ব্যবসায়ীর বাড়িতে বোমা নিক্ষেপ করেছে চাঁদাবাজরা। বিস্ফোরিত বোমায় হতাহতের ঘটনা না ঘটলেও বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দর্শনা হল্টস্টেশন তেঁতুলতলাপাড়ার মান্নান ওয়েল্ডিং ওয়ার্কসপের সত্বাধিকারী আব্দুল মান্নানের অভিযোগে জানা গেছে, মাস দুয়েক থেকে তার ব্যবহৃত মোবাইলফোনে অজ্ঞাত স্থান থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে আসছে চাঁদাবাঁজচক্রের সদস্যরা। চাঁদার টাকা না দিলে খুন, ছেলেমেয়েকে অপহরণ ও বোমা বিস্ফোরণের হুমকি দিচ্ছিলো অব্যাহতভাবে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে চাঁদাবাজরা মান্নানের বাড়িতে শক্তিশালি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরিত বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে পড়ে বাড়ির লোকজনসহ এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দর্শনা আইসি ইনচার্জ এসআই ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার করেন বিস্ফোরিত বোমার আলামত। বোমা নিক্ষেপের পরপরই বোমাবাজরা অজ্ঞাত স্থান থেকে ০১৯৫৪-৮৭১৭৯৮ মোবাইলফোন নম্বর থেকে আব্দুল মান্নানকে ফোন করে বোমার নিক্ষেপের ঘটনা স্বীকার করে বলেছে, এটা নমুনামাত্র। চাঁদার ৫ লাখ টাকা না দিলে বড়ধরণের ক্ষতি করা হবে বলেও জানিয়েছে বোমাবাজরা। এদিকে খবর পেয়ে মান্নানের বাড়িতে পৌঁছান দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমানসহ দলের আ.লীগ নেতৃবৃন্দ। এ ঘটনায় আব্দুল মান্নান থানায় মামলা দায়ের করতে পারেন বলে জানিয়েছেন।