স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও ২০১৫ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এসব পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলো …… চুয়াডাঙ্গায় জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ১৮ হাজার ১২। এর মধ্যে প্রথম দিনে ৪২৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জেএসসি পরীক্ষায় ১৩ হাজার ৬০০ জনের মধ্যে ৩০০, জেডিসি পরীক্ষায় ১৭৬২ জনের মধ্যে ৮৪ ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ১৪৩৩ জনের মধ্যে ৪১ জন অনুপস্থিত ছিলো। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনার জন্য জেলার ১২টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার প্রথম দিনে অধিকাংশ কেন্দ্রেই পরীক্ষার্থীদের আসন ঠিক করে দিতে বেশিরভাগ অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে। প্রসঙ্গত: এবার জেলার চার উপজেলায় নিয়মিত ও অনিয়মিত সর্বমোট ১৮ হাজার ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে জেএসসি পরীক্ষায় ১৪ হাজার ৪৬১, জেডিসি পরীক্ষায় ১ হাজার ৮৫১ ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি পরীক্ষায় ১ হাজার ৭০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার ৫টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ৩ হাজার ১০৪ জনের মধ্যে প্রথম দিনে ২ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, উথলী বালিকা বিদ্যালয়, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় ও আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং ৩টি ভেন্যু কেন্দ্র জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়, হাসাদাহ ফাজিল মাদরাসা, আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসি পরীক্ষায় ২ হাজার ২১৫ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৬৩ জন অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলো ৫২ পরীক্ষার্থী। জেএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩৩২ পরীক্ষার্থীর মধ্যে ৩২৯ জন অংশগ্রহণ করে। এরমধ্যে অনুপস্থিত ছিলো ৩ পরীক্ষার্থী। এছাড়া জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় ৩৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৩২১ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলো ১৩ পরীক্ষার্থী। কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা ফাজিল বিএ মাদরাসায় জেডিসি ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০১। এদের মধ্যে উপস্থিত ২৮৯ অনুপস্থিত ১৬ জন। জেএসসি পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮৯। প্রথম দিন উপস্থিত ছিলো ৬৫৫ অনুপস্থিত ৩৪ জন পরীক্ষার্থী। সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন দামুড়হুদা সহকারী কমিশনার মো. আব্দুল হালিম। ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ৫৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। ১৩৯৩ পরীক্ষার্থীর মধ্যে ১৩৪০ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উত্তর নারায়ণপুর দাখিল মাদরাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় প্রথম দিনের আল কোরআন পরীক্ষায় ২৮৯ জনের মধ্যে ১১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ একাডেমি মূল কেন্দ্রে মোট ৬২২ পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ১৩ ও ৪ ছাত্র অনুপস্থিত ছিলো। অপরদিকে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ভেন্যুতে ছাত্র ২৬০ ও ছাত্রী ২৩২ জনের মধ্যে ছাত্রী ৭ এবং ৩ জন অনুপস্থিত থেকে দুটি কেন্দ্রে মোট ১ হাজার ১০৪ জন উপস্থিত ছিলো। আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৭ ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষার প্রথম দিনে ৪৫৮ পরিক্ষার্থী অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয় ভেন্যু-১ কেন্দ্রে ২২৫ ছাত্রছাত্রীর মধ্যে ৮ পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে ১ ছাত্র ও ৭ জন ছাত্রী বলে হল সুপার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান। বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু-২ কেন্দ্রের হল সুপার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, কেন্দ্রটিতে পরিক্ষার্থী ১৬০ ছাত্র ও ৮২ ছাত্রীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত ছিলো। মেহেরপুর অফিস জানিয়েছে, জেলার তিনটি উপজেলার আটটি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শফিকুল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিক্ষা অফিসারবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলো হলো মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বামন্দী-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়। জেএসসিতে ৯ হাজার ৩৮৬ এবং জেডিসিতে ৮৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।