চূড়ান্ত দলেও আল আমিন : অপেক্ষা বাড়লো তাসকিনের

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের বিভীষিকা পেছনে ফেলে জাতীয় দলের আরও কাছাকাছি চলে এলেন আল আমিন। বিশ্বকাপে গিয়েও একটি ম্যাচ না খেলেই দেশে ফেরা এ পেসারকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু ওয়ানডের দলে। প্রাথমিক দল থেকে আরও একধাপ এগিয়ে ১৪ জনের চূড়ান্ত দলে জায়গা পেলেন কামরুল ইসলামও। তবে চোট থেকে ফেরা তাসকিন আহমেদকে প্রথম দুই ম্যাচে বিবেচনা করা হয়নি। ৭ ও ৯ নভেম্বর প্রথম দুটো ওয়ানডে। আগামীকাল জিম্বাবুয়ে দলের বাংলাদেশে পা রাখার কথা। প্রথম দু ওয়ানডের দল: মাশরাফি, তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাব্বির, নাসির, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন, কামরুল।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা যেকোনো খেলোয়াড়ের জন্যই বিরাট ধাক্কা। আল আমিন যেভাবে ছিটকে গেলেন, সেটি আরও হতাশার। তবে আবার ফিরে আসাকে ক্যারিয়ারের ‘পুনর্জন্ম’ ভাবছেন না এ পেসার, আসলে তা নয়। যে কারণেই হোক দল থেকে বাদ পড়েছি, আবার ফিরে এসেছি। এখন দলে থাকাটাই চ্যালেঞ্জ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছিলেন। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারিও (১০টি) ছিলেন তিনি। ১১ ওয়ানডেতে ১৭ উইকেট নেয়া আল আমিনের এ বছর খেলা হয়নি একটি আন্তর্জাতিক ম্যাচও। অথচ বাংলাদেশের ক্রিকেট পার করলো ব্যস্ত সময়। অথচ পেসার সঙ্কট সব সময়ই ভুগিয়েছে। তারপরও কেন দর্শক হয়ে থাকতে হলো তাকে? কেন, কী কারণে- এসবের ব্যাখ্যায় এখন আল আমিনই যেতে চান না।