স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার অদূরবর্তী রেললাইনের নিকটস্থ মেহগনি বাগান থেকে উদ্ধার করা নারীর মৃতদেহের পরিচয় মিলেছে। তাকে তার স্বামী যশোরের মিলনই খুন করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। তবে মিলনের বিস্তারিত পরিচয় নিয়ে ধন্দে যেমন পুলিশ, তেমনই হত্যার শিকার বিউটির দরিদ্র মাসহ নিকটাত্মীয় স্বজন।
গত ২৫ অক্টোবর বিকেলে চুয়াডাঙ্গা রেলপাড়ার অদূরবর্তী মেহগনি বাগানে নারীর গলায় ফাঁস দিয়ে হত্যা করা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্ত করা হয়। পরিচয় না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের বেওয়ারিশ লাশ হিসেবেই দাফন করা হয়। পত্রিকায় প্রকাশিত হয় ছবিসহ প্রতিবেদন। এর কয়েকদিনের মাথায় ঝিনাইদহ সাধুহাটির এক দরিদ্র মা হাজির হন চুয়াডাঙ্গা সদর থানায়। তিনি পুলিশের কাছে সংরক্ষিত ছবি দেখে শনাক্ত করে বলেন, এটা আমারই মেয়ে বিউটি। বিউটিকে নিয়ে ওর স্বামী মিলন কিছুদিন আলমডাঙ্গায় ছিলো। পরে চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় বসবাস শুরু করে। মিলনের সংসারে রয়েছে এক ছেলে। ছেলে আমার কাছেই থাকে। মিলনের ঠিকানা না জেনেই কয়েক বছর আগে বিউটির সাথে বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, ওই মিলনই বিউটিকে মেরে সটকে পড়েছে। পুলিশ সাধুহাটির বৃদ্ধার দেয়া তথ্যের ভিত্তিতে মিলনকে খুঁজতে শুরু করেছে পুলিশ।