মাথাভাঙ্গা ডেস্ক: ‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো শোভযাত্রা ও আলোচনাসভা।
চুয়াডাঙ্গায় জাতীয় যুবদিবস-২০১৫ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যুব ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে যুব শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।
সভায় বক্তারা বলেন, যুবসমাজের সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও তাদের কর্মদক্ষতাই জেলার অর্থনেতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ ও যুব উন্নয়নের আয়োজনে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মিতালী নারী কল্যাণ সংস্থার সমন্বয়কারী দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীন মোহাম্মদ প্রমুখ। ‘জেগেছে যুব, জেগেছে দেশ-লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে প্রশিক্ষিত যুবদের মাঝ থেকে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, আব্দুল হালিম ভুট্টু ও মনি বিশ্বাস। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ-উদ দৌলা টিটন। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রেডিট সুপার ভাইজার সেলিম হোসেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা হলরুমে জাতীয় যুব দিবসের আলোচনাসভা ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। আলোচনাসভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু মো. হাছানুল আজিজ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকাল ১০টায় গংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনাসভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের পরিদর্শক আকরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন আ.লীগ নেতা হাজি মহাসিন আলী, উপজেলা আ.লীগেরসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু ও সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুণ্ডু, শিক্ষক, ছাত্রছাত্রী উপজেলার কর্মকর্তা-কর্মাচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে যুব দিবস উপলক্ষে আলোচনাসভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান।
দৌলতপুর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় যুব দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যুব দিবস উপলক্ষে বেলা ৩টার দিকে দৌলতপুরে ৱ্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আক্তার, পশু সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।