স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সভা ও মিছিলের আয়োজন করে। ৩ নভেম্বর কলঙ্কময় জেলহত্যা দিবস পালনের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় শাকিল আহম্মেদ জিম সভাপতিত্ব করেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদিল মাহমুদ, তানজির আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, কলেজ ছাত্রলীগ নেতা ইসলাইল, আলিফনূর, জুয়েল, কলিন্স, আসাদ, অভি, রানা, মানা, টোকন প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।