কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দামুড়হুদা জয়ী

ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুরে কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দামুড়হুদা একাদশের ২-০ গোলে জয়লাভ। গতকাল বিকেল ৪টার দিকে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়মাঠে ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দামুড়হুদা একাদশ ও দলিয়ারপুর একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে মধ্যে দামুড়হুদা একাদশ ২-০ গোলে জয়লাভ করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালাহ্ উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান, ডা. আফছার উদ্দিন কলেজের প্রিন্সিপাল মাহবুল ইসলাম সেলিম, গোলজার হোসেন, সামসুল ইসলাম, খুরশিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা রকিবুল্লাহ, হাসানুজ্জামান সজীব, মোসাদ্দেক হোসেন বাবু, মাহমুদুল হাসান শিপন, শামীম রেজা প্রমুখ।