জেএসসি জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ : চুয়াডাঙ্গায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ১২

স্টাফ রিপোর্টার: আজ রোববার থেকে দেশে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ বছর ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এবার চুয়াডাঙ্গা জেলায় ১৬ কেন্দ্রে ১৭ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১৪ হাজার ৪৬১, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ১৮৫১ ও নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় ১৭০০ অংশগ্রহণ করবে। গত বছর জেলায় ১৮ হাজার ৩১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবার সারা দেশে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন ও জেডিসিতে তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি।
বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তথ্য অনুযায়ী, এ বছর জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী এক লাখ ১৮ হাজার ২১৪ ও জেডিসিতে ১৪ হাজার ৭৭৯ জন। এ ছাড়া এবার বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে ফেল) জেএসসিতে এক লাখ ৯ হাজার ৬২০ জন ও জেডিসিতে ১১ হাজার ৯৫১ জন। অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়া ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ বছর জেএসসিতে অংশ নিচ্ছে। এ পরীক্ষার ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে, আলাদা করে বৃত্তি পরীক্ষা দিতে হবে না।
জেএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৬৩, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৫১, ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১২৭০, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৩৫, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১০৫১, মুন্সিগঞ্জ একাডেমি কেন্দ্রে ১১৭৮, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৬১, দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রে ৫৫৪, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যারয় কেন্দ্রে ১০১৩, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৭২, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭২৯, জীবননগর থানা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮১৯, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫২৩, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮০, উথলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৬ ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেডিসি পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৫৮, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ৪৩৮, দামুড়হুদা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৮৯, কার্পাসডাঙ্গা ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে ৩১৬ ও জীবননগর আলিম মাদরাসা কেন্দ্রে ৩৫০ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭১, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০৬, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪০, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসা কেন্দ্রে ৯০, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৯৬, জীবননগর থানা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৮ ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি হবে। চিকিৎসাসেবা প্রদান করতে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্টরা ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চুয়াডাঙ্গা একাডেমি পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে আদর্শ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।