জাসদ’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : চুয়াডাঙ্গা-কুষ্টিয়াসহ সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মসূচি পালন

সাংগঠনিক ভিত আরো মজবুত করে স্বাধীনতা বিরোধী অপশক্তি রোখার আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-কুষ্টিয়াসহ দেশের অধিকাংশ জেলা-উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিলো শোভযাত্রা, আলোচনাসভা ও কেক কেটে পার্টির জন্মদিনকে পূর্ণতা দেয়া।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গা কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাড. আকসিজুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন সদর উপজেলা জাসদ আহ্বায়ক আবুল হোসেন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন বেগমপুর ইউনিয়ন সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম, জেলা জাসদের দফতর সম্পাদক আসির উদ্দীন কলম, সদর উপজেলা জাসদের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সভায় বক্তব্য রাখেন বেগমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক রমজান আলী সুজন, লাভলুর রহমান, আলুকদিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদাক মাসুদ রান, শরিফুল ইসলাম ও শফিউর রহমান শফি মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জাসদের সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন বলেন, দেশের স্বার্থে জনগণের কল্যাণে জাসদ সব সময়ই কাজ করেছে, এখনও করে যাচ্ছে। সাংগঠনিকভাবে আমাদের আরো শক্তিশালী হতে হবে। প্রগতিশীল দেশ গড়ে তুলতে আমাদের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে হবে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জীবননগরে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবনগনর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা। উপজেলা জাসদ সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাপ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জাসদ নেতা হযরত আলী, রাজু আহাম্মেদ, হারুন-অর-রশিদ, মিলন মল্লিক, সাংবাদিক শেখ শহিদুল ইসলাম, মারুফ মালেক, রুহুল আমিন রুনু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় সমাজতান্ত্রিক দল জাসদ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করে। গতকাল শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সদস্য আনিসুজ্জামান জম, উপজেলা জাসদের সম্পাদক মনির উদ্দিন, পৌর জাসদের সম্পাদক পৌর কাউন্সিলর ডালিম হোসেন, উপজেলা শাখার জাতীয় শ্রমিক জোটের সভাপতি শের আলী, সম্পাদক জহুরুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন জাসদ নেতা আশরাফুল ইসলাম বকুল, বেলগাছি ইউনিয়ন জাসদ নেতা নুরুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন জাসদ নেতা গোলজার হোসেন, জামজামি ইউনিয়ন জাসদ নেতা নরুউদ্দিন, বাবু, নজরুল, আজম, দেলোয়ার, মানোয়ার, জিকরুল, রিফাজ, সাকের, লিন্টু, ইলিয়াস, আহাদ আলী, গ্রিন, রাহুল প্রমুখ। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, জাসদ একটি পরিক্ষিত ও ত্যাগী রাজনৈতিক দল। বর্তমানে আমরা এক সাথে দেশের অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে যেমন আছি, পাশাপাশি দেশের উন্নয়নে সরকারেও আছি। সমৃদ্ধ দেশ গড়তে আমরা আগামীতেও এক সাথে পথ চলবো। এ দেশে আর সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি, আগুন সন্ত্রাসীদের স্থান হবে না। মুক্তিযুদ্ধো বিরোধী শক্তিকে এ দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে। জাসদ মুক্তিযুদ্ধের চেতনার শ্রমিক, কৃষক মেহনতি মানুষের রাষ্ট্র গঠনে সংগ্রাম করে যাচ্ছে। যতোদিন জঙ্গি, সাম্প্রদায়িক শক্তি নির্মূল না হবে এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রাষ্ট্র কায়েম না হবে ততোদিন জাসদ রাজপথে লড়াই-সংগ্রাম করে যাবে।