স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার অটো চালক শান্তিকে (২৮) মারপিট করা হয়েছে। গতরাত ১১টার দিকে সদর হাসপাতালের অদূরবর্তী জোসার মোড়ে তাকে মারপিট করে কাছে থাকা টাকাসহ সোনার একটি চেন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে।
ফার্মপাড়ার কচিমুদ্দিন কচির ছেলে শান্তি অটো চালক। শান্তিকে গতরাত সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলে, রাত ১১টার দিকে ভাড়া নিয়ে শান্তিপাড়ায় যাই। যাত্রী নামিয়ে ফেরার সময় জোসার মোড়ে পেছন থেকে কয়েকজন ছিনতাইকারী হানা দেয়। বাঁশ দিয়ে মেরে আহত করে। অটো থামানোর পর কাছে থাকা টাকা কেড়ে নেয়। একের পর এক আঘাত করে। দু হাত দিয়ে ঠেকাতে গেলে দুহাতই রক্তাক্ত জখম হয়। অটোটিও আংশি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ শান্তির। তাকে হাসপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে।