ভুলটিয়া গ্রামের এক সন্তানের জননী প্রেমের টানে উধাও : থানায় অভিযোগ

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের এক সন্তানের জননী সাবিনা ইয়াসমিন প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে উধাও হয়েছে। গত কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যাচ্ছে না সাবিনা ইয়াসমিনের। এ ঘটনায় স্বামী নজির আহমেদ বাদী হয়ে স্ত্রী সাবিনা ও তার প্রেমিকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা, সোনার গয়না ও ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার কারণ দেখিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারেনি। এ নিয়ে ভুলটিয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার নেংটার ছেলে তোফিক আলী (২৬) আত্মীয়তার সুযোগ নিয়ে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া শেখপাড়ার নজির আহমেদের স্ত্রী এক সন্তানের জননী সাবিনার (২৩) সাথে দীর্ঘদিন ধরে প্রেমসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সাবিনার প্রেমসম্পর্কের বিষয়টি শ্বশুর বাড়ির লোকজনের মাঝে জানাজানি হয়ে গেলে সংসারে নেমে আসে অশান্তির আগুন। এরই মাঝে সাবিনা গত ৯ অক্টোম্বর রাতের আঁধারে প্রেমিক তোফিক আলীর হাত ধরে পালিয়ে গেছে।