পৌরসভায় প্রশাসক নিয়োগ বন্ধ হচ্ছে

স্টাফ রিপোর্টার: অধ্যাদেশ জারির জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন হলে আগামী রোববার অধ্যাদেশ জারি হতে পারে। মেয়াদ শেষে নির্বাচন না হলেও পৌরসভায় প্রশাসক নিয়োগ করা যাবে না। একজন নির্বাচিত প্রতিনিধি আরেকজন নির্বাচিত প্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন। স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী অধ্যাদেশ আকারে জারির জন্য যে প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে তাতে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়নি বলে জানা গেছে।

জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেন, অধ্যাদেশ জারির জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন হলে আগামী রোববার অধ্যাদেশ জারি হতে পারে। অধ্যাদেশে প্রশাসক নিয়োগের কোনো বিধান রাখা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, স্থানীয় সরকারের সকল স্তরে দলীয় প্রতীকে নির্বাচন করতে সংশ্লিষ্ট আইনের সংশোধনী সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। পৌরসভা নির্বাচন আগামী ডিসেম্বরে হওয়ার কথা। তাই এ আইনের সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হচ্ছে। অন্যান্য আইনগুলো আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপন করা হবে। অবশ্য পৌরসভা বাদে অন্যান্য আইনে প্রশাসক নিয়োগের বিধান রাখা হবে কী না সেটি সংসদ ঠিক করবে। তবে নতুন পৌরসভার ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার সুযোগ থাকছে বলে জানা গেছে।

২৪৫ পৌরসভায় নির্বাচন ডিসেম্বরে: ডিসেম্বরের শেষ সপ্তাহে ২৪৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সারাদেশে পৌরসভা রয়েছে ৩২৪টি। এর মধ্যে নির্বাচন উপযোগী রয়েছে ২৮৫টি। তবে সীমানা জটিলতার কারণে এ মুহূর্তে বাকিগুলোতে নির্বাচন করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব পৌরসভায় নির্বাচন হয়েছিলো। এসব পৌরসভায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিলো একই বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। সে হিসেব অনুযায়ী পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।