জীবননগর বৈদ্যনাথপুরে সেপটিক ট্যাংকিতে নেমে ৪ নির্মাণশ্রমিকের দাফন সম্পন্ন : বাড়ির মালিক দিচ্ছেন ক্ষতিপূরণ

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ইঞ্জিনিয়ার রুস্তম আলীর নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভেতরে নেমে ৪ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওই গ্রামের বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্য সকলকে হতবাক করে ফেলে। গত বুধবার রাতেই বাবা-ছেলেসহ ৩ জনকে বৈদ্যনাথপুর কবরস্থানে দাফন করা হলেও গঙ্গাদাসপুরের জুয়েলকে গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহত প্রত্যেক পবিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বাড়ির মালিক রুস্তম আলীও নিহতদের পরিবারকে সাধ্যমতো আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রকৌশলী রুস্তম আলী গতকাল এ ঘোষণা দেন। গত বুধবার বিকেলে সেপটিক ট্যাংকির ভেতরে শার্টারিঙের কাঠ খোলার জন্য নির্মাণশ্রমিকরা ট্যাংকির ভেতরে নামলে অক্সিজেনের অভাবে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে এ ঘটনার সময় উদ্ধার করতে যেয়ে অসুস্থ হয়ে পড়া প্রতিবেশী আব্বাছ আলী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তিনি সুস্থ ও ভালো আছেন বলে খবর পাওয়া গেছে।