স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মুনসুর উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাজি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক রফিউর রহমান, শামীম রেজা ডালিম, সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলী, আকরাম হোসেন, মজিবুল হক চৌধুরী, তছিরুল আলম মালিক, আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন, মারুফ সরোয়ার বাবু, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, বদিউজ্জামান, আব্দুল মালেক, আহসান আলী, শফিকুল ইসলাম ও ওয়াহেদুজ্জামান বুলা। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাজি সেলিম উদ্দিন খান।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জেলা আইনজীবী সমিতির স্থানীয় কল্যাণ তহবিলের প্রস্তাবিত ৭টি নতুন স্লাব অনুমোদিত হয়। নতুন স্লাবে আইনজীবীরা মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা বয়স অনুযায়ী সর্বনিম্ন ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান পাবেন। এছাড়া কল্যাণ তহবিলের চাঁদা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। ফিরিস্তির মূল্য ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ধার্য করা হয়েছে। সভায় আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলার স্থগিত সদস্য পদ প্রত্যাহার করে পুনরায় সচল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় সাবেক সভাপতি এসএম ইমদাদ হোসেন, মোল্লা আব্দুর রশিদ (জিপি), বারের সহসভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম শরীফ উদ্দীন হাসু ও মানি খন্দকারসহ আইনজীবী সমিতির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।