চুয়াডাঙ্গায় জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং ২০১৫ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষা ১ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় সর্বমোট ১৮ হাজার ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ১৪ হাজার ৪৬১ জন, জেডিসি পরীক্ষায় ১ হাজার ৮৫১ জন ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি পরীক্ষায় ১ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনার জন্য জেলার ১২টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা কেন্দ্রসমূহে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, সহকারী কমিশনার ফারজানা খানম ও সহকারী কমিশনার মুনিবুর রহমান, আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান ও সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ও সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিম এবং জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ, সহকারী কমিশনার আবু তাহের মো. সামসুজ্জোহা ও সহকারী কমিশনার টুকটুক তালুকদারকে নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা দামুড়হুদা ও জীবননগর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার কেন্দ্রসমূহ তত্ত্বাবধান করবেন। জেলা প্রশাসক সায়মা ইউনুস সার্বিক তত্ত্বাবধান করবেন।