গাংনী প্রেসক্লাবের ঘর নির্মাণে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের সহযোগিতা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়ালেন গাংনীর বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ভেন্ডারি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আর প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের অস্তিত্ব। এটিকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। গাংনী প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এখানকার এক ঝাঁক তরুণ উদীয়মান সাংবাদিক সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রেসক্লাবের ঘর নির্মাণসহ অন্যান্য কাজেও ভবিষ্যতে আরো সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে টাকা গ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা। আরো উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক মাজেদুল হক মানিক, যুগ্ম সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবলীগ সহসভাপতি নবীর উদ্দীনসহ খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।