গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছেন পৌর কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি ইন্সুর করা সংবাদ সম্মেলন এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌর বিএনপির বর্তমান সভাপতি ও সম্পাদক।
সাংবাদিক সম্মেলনে পৌর বিএনপির সভাপতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, গাংনী পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী। উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, পৌর বিএনপির বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী এবং সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও পৌরসভার নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
লিখিত বক্তব্যে ইনসারুল হক ইন্সুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা উল্লেখ করে বলা হয়েছে, তিনি যে কমিটি গঠন করেছেন তা অনিয়মতান্ত্রিক এবং এখতিয়ার বহির্ভূত। সংবাদ সম্মেলনে তিনি যে তথ্য উপস্থাপন করেছেন তার সবই অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। গত ১৭ অক্টোবর গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে দলীয় গঠনতন্ত্রের আলোকে সাবজেক্ট কমিটির কাউন্সিলরগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মোরাদ আলীকে সভাপতি ও মকবুল হোসেন মেঘলাকে সাধারণ সম্পাদক নিবার্চিত করেছেন। সাবজেক্ট কমিটির মতামত ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইনসারুল হকের বিপক্ষে যাওয়ায় তিনি উদ্দেশ্যমূলকভাবে সংবাদ সম্মেলন ডেকে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা করেছেন তারা বিষয়টি সম্পর্কে মোটেও অবহিত নন। বরং তারা নব গঠিত গাংনী পৌর বিএনপির নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এখতিয়ার বহির্ভূত এ ধরনের সংবাদ সম্মেলন ডেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন নেতৃবৃন্দ। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন তারা।