গাংনী প্রতিনিধি: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের উদ্যোগে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিষয়ে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। গাংনী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নরেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও ওয়্যারিং পরিদর্শক আবুল কালাম আজাদ।
প্রতিযোগিতা শেষে বিচারকরা ফলাফল ঘোষণা করেন। এতে প্রথম হয় সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির আইরিন আক্তার লিঞ্জা, দ্বিতীয় মহিলা কলেজের একাদশ শ্রেণির ইশরাত জাহান জুথি এবং বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির মামুন হোসেন তৃতীয় স্থান অধিকার করে।