জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধিতে কর অনাদায়কৃত খাত চিহ্নিতকরণ এবং সেবা উন্নয়নখাতের সুষ্ঠু ব্যবহারের ওপর এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উথলী ইউনিয়নের মানিকপুর গ্রাম উন্নয়ন লোককেন্দ্র, এসপিইডি ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উথলী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান। উথলী ইউনিয়ন পরিষদ সচিব লিয়াকত আলীর পরিচালনায় মতবিনিময়সভায় বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের ডিএ ম্যানেজার নুঝাত পারভীন ও মানিকপুর গ্রাম উন্নয়ন লোককেন্দ্রের ম্যানেজার আনোয়ারা নাসরীন। মতবিনিময়সভায় উথলী ইউপি মেম্বার ইউনুস আলী, দোজা উদ্দীন, বজলুর রহমান টুটু, আমিনুল ইসলাম, মাহাতাব উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখসহ এনজিও কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভা শেষে মানিকপুর গ্রাম উন্নয়ন লোককেন্দ্রের পক্ষ থেকে উথলী ইউনিয়ন পরিষদের কর আদায় হয় না এমন খাতসমূহ চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে হস্তান্তর করা হয়।