ইউনাইটেডের বিদায় : ক্লপের প্রথম জয়

মাথাভাঙ্গা মনিটর: আগের দিন ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছে চেলসি ও আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেড সিটি, কিংবা লিভারপুলের মতো দলগুলোর এতে খুশি হওয়াটাই স্বাভাবিক। বড় দুটি দলের বিদায়ে যেকোনো প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা যে অনেক খানিই কমে যায়। কিন্তু কাল সিটি, লিভারপুল প্রতিযোগিতাতে টিকে রইল ঠিকই, বাদ পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময় পর্যন্ত গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ‘রেড ডেভিল’রা ৩-১-এ হেরে গেছে চ্যাম্পিয়নশিপের দল মিডলসব্রোর কাছে।

      এদিকে অ্যানফিল্ডে লিভারপুল ক্যারিয়ারের প্রথম জয়টা কাল পেলেন ইয়ুর্গেন ক্লপ। বোর্নমাউথের সাথে তাদের জয় ১-০ গোলে। ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটিও। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বড় দীর্ঘশ্বাসের নামটা এখন বোধহয় ওয়েইন রুনিই।