আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে এ কর্মী সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান বক্তা ছিলেন আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুর রাজ্জাক চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ মন্নু, বিপুল জোয়ার্দ্দার, জহুরুল ইসলাম চৌধুরী বেলু, জেলা যুবলীগের নেতা হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, শামিম আহম্মেদ সুমন, গোলাম মোস্তফা লালা, রাশেদুজ্জামান বাকি, সাজেদুল ইসলাম লাবলু ও নুরুজ্জামান টুটুল। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা আবু বক্কর আরিফ, পিরু মোহাম্মদ, টিপু (টাইগার), দারুস হাসান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম মাসুদুর রহমান মাসুম। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তারেক, রাসেল, চঞ্চল, সহিদ, সু্ইট, সৈকত, মোমিন, দিপু, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত মোল্লা, সাধারণ সম্পাদক মিশর আলী, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাটিম। আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, আমি ভুল পথে ছিলাম, জেনে বুঝেশুনে আমি মূল ধারায় ফিরে এলাম। প্রধান বক্তা আব্দুল কাদের বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিডিটাল বাংলাদেশ গড়ার জন্য ছেলুন ভাইয়ের বিকল্প নেই। প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য চুয়াডাঙ্গার মাটিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। আমরা রাজনৈতিক মাঠে আছি থাকবো। ইউনয়ন যুবলীগের মধ্যে উপস্থিত ছিলেন আশিক ইকবাল স্বপন, সবুজ, আব্দুল ওহাব মালিথা, আব্দুল খালেক, সাহাবুল, আলী আজম, মসলেম, আলা মাস্টার, জাকির, হেবা, ইমদাদ, আফি, পাগলা স্বপন, মামুন, শুকুর আলী, আয়ুব, মোশারফ, মোয়াজ্জেম, মুনছার, বিদ্যুত, শাহিন, আকুল, জাহাঙ্গীর, আনিচ, ঝন্টু, জাফর, বাদল, শিপলু, জাকির, ওহিদুল মোল্লা, ডালিম, আইযুব মেম্বার, মাহাবুল, আতিয়ার, রায়হান, আনিছ, ডিটুল, আরিফ, পিন্টু, সেলিম, রেজাউল, সালাম, হাসান, আকরাম, ইদ্রিস মাস্টার, পলাশ, মইন উদ্দিন, আল আমিন, মিল্টন, বেল্টু, বাবলু, সাহাবুল, বুদো, মোক্তার, নাজিম, বাদল, শিপুল চোধুরী, শান্তি, রুশিবুল ইসলাম, সেকেন্দার, জিয়াউর রহমান, রতন, মহিলা নেত্রী রুশিয়ারা প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি