স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কালিদাসপুরে ভিক্ষুক রোকেয়া খাতুন বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়।
লাশের সাথে থাকা লোকজন জানায়, আলমডাঙ্গার কালিদাসপুর উত্তরপাড়ার নুর বক্স ও তার স্ত্রী রোকেয়া খাতুন ভিক্ষাবৃত্তি করেন। গত বুধবার রোকেয়া খাতুন বিষপান করেন। প্রতিবেশীরা উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান রোকেয়া। তবে কী কারণে রোকেয়া বিষপান করেছেন সে বিষয়ে জবাব মেলেনি। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে দাফন করার হয়।