মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল শেষ হয়েছে। কাউন্সিলে সদর উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে আব্দুল হাদী, সাধারণ সম্পাদক পদে সুমন পারভেজ ও সাংগাঠনিক সম্পাদক পদে জিয়ারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হামিদ, এসএম সেলিম ও আব্দুল হামিদ মেম্বার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠু, জাতীয় পার্টির নেতা মো. আব্দুল গনি, জিয়ারুল ইসলাম, আনারুল ইসলাম, কুতুবউদ্দিন, হামিদুল ইসলাম প্রমুখ।