মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সরকারি লাইব্রেরিয়ান ও শিল্পকলার কালচারাল অফিসারদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আখতারী মমতাজ।
গতকাল বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক আলতাফ হোসেন, গণগ্রন্থাগার অধিদফতরের পরিচালক মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানভীর হোসেন। এর আগে প্রধান অতিথি জেলা সার্কিট হাউজে পৌঁছুলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা মুজিবগর কমপ্লেক্স ও আমঝুপি কুঠি পরিদর্শন করেন।