মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ ও উপজেলা প্রশাসনের আয়োজনে খালিশপুর সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে অবস্থিত হামিদুর রহমান স্মৃতি যাদুঘরে শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, এসবিকে ইউপি চেয়ারম্যান জেলা কৃষক লীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আওয়াল। বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই ফজলুর রহমান, ওমর ফারুক, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে রোমানা আক্তার ও কামরুন্নাহার। এর আগে প্রধান অতিথি শহীদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের গার্হস্থ্য ও অর্থনীতি বিভাগের শিক্ষিকা নিলুফার ইয়াসমিন নিলা। শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদতবার্ষিকী অবহেলিতভাবে পালন হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী দুঃখ প্রকাশ করেন।