চুয়াডাঙ্গা সদর উপজেলায় নারী উন্নয়ন ফোরামের দু দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দু দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন খুলনা স্থানীয় সরকারের উপপরিচালক গিয়াস উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলরগণ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ও ৭টি ইউনিয়নের মহিলা সদস্যবৃন্দ।