আটক ৪ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দ্বায়ে আটক ৪ বাংলাদেশিকে ফেরতের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে দু দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেয়নি বিএসএফ।

বিজিবির পক্ষ থেকে আটক ৪ বাংলাদেশি নাগরিকের সঠিক নাম পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করতে না পারলেও তাদের দেশে ফেরত আনার ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, আটক ৪ বাংলাদেশির মধ্যে ২ জন দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের এবং ২ জন মাগুরা জেলার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে এলাকাসূত্রে জানা গেছে, আটক ৪ বাংলাদেশিরা হলো-উপজেলার চাকুলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রিপন (৩২), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আমান (২৫), ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার সিংড়া গ্রামের ফজের আলীর ছেলে খোকন (৩০) এবং একই গ্রামের মৃত ঈশ্বরচন্দ্র হালদারের ছেলে ভবেশচন্দ্র হালদার (৩৫)। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ঠাকুরপুর ক্যাম্পের কমান্ডার আবু তাহের এবং বিএসএফের পক্ষে ভারতের বিএসএফের মালোয়াপাড়া ক্যাম্পের কমান্ডার মদন সিং নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৫টার দিকে ভারতের মালুয়াপাড়া গ্রামের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৬ চোরাকারবারীকে আটক করে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের টহলদল।

Leave a comment