ভারতের লজ্জার রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ে ২১৪ রানে হেরেছে ভারত। রানের হয়েছে ওয়ানডেতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটা দ্বিতীয় বৃহত্তম হার। সবচেয়ে বড় হারটা ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার ২৯৯ রান তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়েছিলো ভারত। ২৪৫ রানে হারের ব্যবধানটা ছিলো সে সময়ের বিশ্ব রেকর্ড। লজ্জার রেকর্ডটা অবশ্য পরে তিনবার হাতবদল হয়ে এখন আয়ারল্যান্ডে দখলে। এই দুবার ছাড়াও ওয়ানডেতে আরও তিনবার ২০০ রানের বেশি ব্যবধানে হেরেছে ভারত। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি, পাঁচবার ২০০ বা এর বেশি রানে হারার লজ্জা ভারতেরই। ওয়ানডেতে পাঁচবার ২০০ রানে হেরেছে সহযোগী সদস্য হল্যান্ডও। দ্বিতীয় সর্বোচ্চ চারবার হেরেছে কেনিয়া। তিনবার করে ২০০ রানে হেরেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। ২০০ রানে ভারতের শেষ হারটি তো একেবারেই তরতাজা।