ফুটেজে চেহারা শনাক্ত

স্টাফ রিপোর্টার: আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় সন্দেহজনক এক হামলাকারীর চেহারা শনাক্ত করেছে পুলিশ। এখন তার পরিচয় ও বিস্তারিত ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিবি বলেছে, গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ড ও হোসনি দালানে বোমা হামলা একই সূত্রে গাঁথা। শিগগিরই তারা এর রহস্য উন্মোচন করতে পারবেন। ঘটনা তদন্তে ডিএমপির গঠিত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে গতকাল সোমবার বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা একজনের চেহারা মোটামুটি শনাক্ত করতে পেরেছি। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয়, ঠিকানা শনাক্ত করার চেষ্টা করছি। তিনি বলেন, শিগগিরই এ হামলার রহস্য উন্মোচন করা যাবে বলে আশা প্রকাশ করেন। গত শনিবার গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমার (হাতে তৈরি গ্রেনেড) আঘাতে ক্ষতবিক্ষত হয় ইমামবাড়া। এতে এক কিশোর নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।