দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে উজিরপুর তুলার মিলের সামনে সড়কের উপর পড়ে রয়েছে অসংখ্য কাঁদা-মাটির অংশ। রাতের কুয়াশায় অথবা সামান্য বৃষ্টিতে ভিজে ওই সমস্ত কাঁদা-মাটির দলা পিচ্ছিল হয়ে সড়ক দূর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন পথচারিরা। পথচারিরা জানান, ইতিপুর্বে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা কলেজের সামনে, জয়রামপুর কাঁঠালতলাসহ বিভিন্নস্থানে একইভাবে কাঁদা-মাটির দলা পিচ্ছিল হয়ে বড় ধরনের সড়ক দূর্ঘটনা ঘটেছে। পথচারিরা আরো বলেন বছরের বেশীরভাগ সময়ে সড়কের উপর ইটভাটার জন্য বহন করা কাঁদা-মাটির অংশ পড়ে থাকতে দেখা গেলেও তা অপসারণে কোন ব্যবস্থা নেয়া হয়না। নেয়া হয়না দায়অ ব্যক্তিদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা। ফলে সহজেরই পার পেয়ে যায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং বছরের পর বছর তারা সড়কের বিভিন্নস্থানে এভাবেই ফেলে রাখে কাঁদা-মাটির অংশ। দূর্ঘটনা এড়াতে ওই কাঁদা-মাটির অংশ জরুরী ভিত্তিতে অপসারণসহ দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগি মহল।
দামুড়হুদার উজিরপুর তুলা মিলের সামনে সড়কের ওপর পড়ে থাকা কাঁদা-মাটির দলা জরুরীভিত্তিতে অপসরাণ প্রয়োজন
